নোটিসঃ
বাংলাদেশে ৯৫% ভাগ মুসলিম বাস করে। ইসলামি শিক্ষা গ্রহণ করা প্রতিটি মুসলমানের দ্বায়িত্ব। অত্র এলাকায় ইসলামী শিক্ষার কোন প্রতিষ্ঠান না থাকায় দুপচাঁচিয়া ও পাশ্ববর্তী এলাকা ইসলাম শিক্ষা গ্রহন, প্রচার ও প্রসারের জন্য দুপচাঁচিয়া একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠা(মাদ্রাসা) করা হয়।
মো: আফতাব উদ্দিন মন্ডল, মো: ফজলুর রহমান, মুজিবুর রহমান সরদার, ওছমান আলী সরদার, ভোলা সরদার, কাজী বজলার রহমান, আলতাফ হোসেন ফকির, ময়েজ আলী সরদার, মুজিবুর রহমান প্রাং, তৈয়ব আলী সরদার, শহিদুল ইসলাম মিস্ত্রি, তৈয়ব আলী প্রাং, মোজাহার হোসেন প্রমুখ এদেও সহযোগীতায় ও এলাকা বাসীর প্রয়োজনে ০১/০১/১৯৭৫ সালে এবতেদায়ী হিসেবে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। অত:পর ০১/০১/১৯৮১ সালে দাখিল, ০১/১০/১৯৮৬ সালে আলিম ও ০১/০৭/১৯৯২ সালে কামিল পর্যায়ে উন্নীত হইয়া সুচারুরুপে পরিচালিত হইয়া আসিতেছে।
প্রতিষ্ঠানটিতে সমৃদ্ধ পাঠাগার, বিজ্ঞানাগার, কম্পিউটার ও সরাসরি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত শেখ রাসেল আইটি কম্পিউটার ল্যাব রয়েছে। ক্লাশরুমের পড়া ক্লাশরুমেই সম্পন্ন করার মাধ্যমে গৃহ শিক্ষকের প্রয়োজনীয়তা হ্রাস পাচ্ছে। পরিশেষে বলা যায়, শিক্ষা বঞ্চিত, দরিদ্র পীড়িত স্বল্ব আয়ের মানুষের সন্তানদের শিক্ষা নিাশ্চত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি অত্র এলাকায় অন্যতম একটি শিক্ষা নিকেতন হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে।
০১/০১/১৯৭৫ ইং সালে অত্র শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়ে আজ অবধি সুনামের সহিত পরিচালিত হচ্ছে।
অধ্যক্ষ মহোদয়ের বাণী
মোঃ ইউসুফ আলী
শিক্ষক মন্ডলী
© 2024 All Rights Reserved |Developed by ICT Lecturer of Dupchanchia Darus Sunnah Kamil Madrasha